তৃণমূলের উদ্যোগের স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির
খড়িবাড়ি:২১জুলাই ও বন মহাউৎসব উপলক্ষে রবিবার খড়িবাড়ি গৌরসিং জোতে রানীগঞ্জ পানিশালী যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। পাশাপাশি একান্নবর্তী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক যুব তৃণমূলের কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিং, রানীগঞ্জ অঞ্চল সভাপতি কৃষ্ণ রায়,অসিত সিংহ সহ অন্যান্য সদস্য সদস্যারা।খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ জানান, প্রতি বছরেই আমরা হাজার ইউনিট রক্তের ব্যবস্থা করি।এবছর থেকেই রক্তদান শিবির শুরু করলাম। একুশে জুলাই ও বনমহোৎসবের স্মরণ করে আজকের এই শিবির। পাশাপাশি রক্ত দাতাদের ধন্যবাদ জানান তিনি।