তৃণমূলের জনসভার আগে বিজেপিতে ভাঙ্গন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভার ঠিক ২৪ ঘন্টা আগে বিজেপিতে ভাঙ্গন ধারালো তৃণমূল কংগ্রেস। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব খন্ড বামুনিয়া এলাকায় বিজেপি ১০ নং মন্ডল কমিটির নেতা অমল কুমার বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রাক্তন বিজেপি নেতার হাতে দলীয় পতাকা তুলে দেন সংশ্লিষ্ট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেকেন্দার হোসেন। তিনি বলেন, বিজেপি নেতা অমল কুমার বর্মন এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর পর ধাপে ধাপে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে জানান তিনি। এবিষয়ে বিজেপি মন্ডল সভাপতি অমল বর্মন জানান, ভয় দেখিয়ে এরকম টা করছে তৃণমূল। কিন্তু সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই আছে। ফলে ভোটে কোন প্রভাব পড়বে না। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন শুরু হওয়ায় নয়ারহাট এলাকায় ব্যাকফুটে বিজেপি বলে রাজনৈতিক মহলের মত।