তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Uploader: KSHIRODA ROY
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সোমবার তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা বাজারে। তৃনমূল কংগ্রেস নেতা সুমন কুমার রায় জানান, এদিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইরের ভাড়াটিয়া গুন্ডাদের এনে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব বলে তিনি জানান। অন্যদিকে বিজেপি নেতা রঞ্জন রায় জানান, তৃনমূলের তোলা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এর সঙ্গে বিজেপির কোন যোগসাজশ নেই। ওটা তৃনমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
অপরদিকে সংশ্লিষ্ট ব্লকের নয়ারহাট বাজারে দুপুর বেলা একটি বোমা ফাটিয়ে অশান্ত করার চেষ্টা করছে তৃনমূল। এদিন এমনটাই অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃনমূল কংগ্রেস।
নয়ারহাট বাজারে তৃনমূল কংগ্রেসের নেতা ইন্দ্রজিৎ রায় বসুনীয়ার নেতৃত্বে এদিন বিকেল বেলা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তৃনমূলের তাবড় তাবড় নেতাদের সিবিআই গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ বলে দলীয় সূত্রে খবর।