তৃণমূলের প্রতিবাদ সমাবেশ
নিউজ ডেস্ক,মালদা:কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেলে রতুয়ার মাগুরায় আয়োজন করা হয়েছিল এই সমাবেশের। উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সুখেন্দু শেখর রায়, বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুল হক সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক দলীয় কর্মী। এদিন এই প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতি এবং পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। তার পাশাপাশি এদিনের এই সমাবেশ থেকে বামফ্রন্টকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, সম্প্রতি মাদ্রাসা বোর্ডে সন্ত্রাস করেছে বামফ্রন্ট। তাই তৃণমূল যদি মনে করে শ্রীপুরের মাটিতে একটিও বামফ্রন্টের ঝান্ডা থাকবে না। কিন্তু আমাদের নেত্রী গণতন্ত্রে বিশ্বাস।