তৃণমূলের যোগদান কর্মসূচি শেখপুরায়
মানিকচক:উৎসবের মরশুম কাটতেই পঞ্চায়েত ভোটের আগেই নিজদের শক্তি আরো বৃদ্ধি করতে ময়দানে নেমে পড়েছে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস।সোমবার মানিক চক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যোগদান কর্মসূচি। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শেখপুরা গ্রামে অন্যান্য দল থেকে কয়েকশ নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করল আজ সোমবার রাত্রি আটটা নাগাদ। জানা গেছে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো নেতাকর্মীরা। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডঃ মাহফুজুর রহমানের হাত ধরে কয়েকশো নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।কামরুল হক, সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য,আইনুল হক সিপিআইএম এর প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য,আব্দুল বারিক প্রাক্তন কংগ্রেস সদস্য এদের হাত ধরে কয়েকশো কর্মীরা তৃণমূলে যোগদান করেন। খানিকটা হলেও তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল বলে মনে করছেন রাজনৈতিক মহলে একাংশ।
তৃণমূলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদার মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ মাহফুজুর রহমান,তৃণমূল নেতা সৌম্মদিপ সরকার,আশিষ সিনহা, তৃণমূল যুব ব্লক সভাপতি সহিদুল হক ,সুনন্দ মজুমদার,জামাল খান,আব্দুল্লা,ইমরান হাসান, সোশ্যাল মিডিয়ার রাজ্য এডমিন সদস্য নুরুল ইসলাম,ইমরান আলী সহ তৃণমূল নেতৃত্ব।