তৃণমূলের স্মরণ সভা ও বিজেপির ডেপুটেশন ঘিরে চাপান উতোর রাজনীতি, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো দুই কর্মসূচী

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,২৯ জুন:- প্রায় একই জায়গায় শাসক দলের স্মরণ সভা এবং বিজেপির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এই দুই কর্ম সুচিকে ঘিরে দিন ভর চাপান উতর। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো দুই দলের কর্ম সূচী। জানাগিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কর্মীরা সোমবার গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থাকা দলীয় কার্যালয়ে দেশের জন্য যে ২০ জন বীর সেনা প্রাণ দিয়েছেন তার জন্য একটি স্মরণ সভার আয়োজন করেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন দাবি জানিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য প্রস্তুতি নেন। আর যেহেতু গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুব কাছাকাছি তাই এ বিষয়ে এলাকায় চাপান উতর ছিল। যদিও দুই দলের দুই কর্মসূচির সময়ের ব্যবধান ছিল বলে সূত্র মারফত জানা যায়। আন্দাজ বুঝে ঘোকসাডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন এসডিপিও শুভেন্দু মণ্ডল, সি আই পঙ্কজ সাহু এবং ওসি দেবাশিস রায়। অবশেষে শান্তি পূর্ন ভাবে শেষ হলো দুই কর্মসূচি বলেও জানা যায়। এ বিষয়ে মাথাভাঙ্গা বিধান সভার তৃণমূল কংগ্রেসের কোর-কমিটির সদস্য অচিন্ত দে বলেন, আজ আমরা পূর্ব নির্ধারিত সময়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের জন্য যে কুড়ি জন বীর জোয়ান আত্ম বলিদান দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় স্মরণ সভা করি। অন্য প্রশ্নের উত্তরে অচিন্ত বাবু বলেন, আমরা আমাদের মত করে থানার পারমিশন মোতাবেক দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এই কর্মসূচী পালন করি এবং গণতান্ত্রিক অধিকার সকলের আছে তাই বিজেপি তাদের মত করে তারা ডেপুটেশন দিয়েছে । আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তাই আমরা আমাদের মত করে কর্মসূচি পালন করেছি এবং বিজেপি বিজেপির মত করে তাদের কর্মসূচি পালন করেছে।অন্যদিকে বিজেপি প্রতিকে জেতা পঞ্চায়েত সদস্যদের রেখে কাজ করা যাবে না,১০০দিনের কাজে বৈষম্য না করে কাজ দিতে হবে, যাদের জব কার্ড নেই তাদের জব কার্ডের ব্যবস্থা করতে হবে, সরকারি কাজের খসড়া প্রকাশ করতে হবে, অবিলম্বে খাল খন্দ ময় গ্রামীন রাস্তা মেরামত করতে হবে, জল নিকাশি ব্যবস্থা দ্রুত করতে হবে ইত্যাদি ১৪ দফা দাবিতে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করেন দুপুর ২ টার সময়। এ বিষয়ে বিজেপি মাথাভাঙ্গা বিধান সভা পর্যবেক্ষক সুশীল বর্মন বলেন, উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতে আমাদের ৬ জন পঞ্চায়েত সদস্য আছে তাদের অন্ধকারে রেখে শাসক দল পরিচালিত পঞ্চায়েত প্রধান কাজ করছে আজ তাই আমরা আজ বিক্ষোভ দেখাই এবং স্মারকলিপি প্রদান করি এবং প্রধান আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে একসঙ্গে মিলে কাজ করবে। তৃণমূলের কোন কর্মসূচি ছিল কিনা আমার জানা নেই। তবে এলাকার নিরাপত্তার স্বার্থে পুলিশ ছিলেন সদা তৎপর বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *