তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, আহত ৩

বিজয় বর্মন,শীতলকুচি, ১৩ নভেম্বর : বৃহস্পতিবার রাতে শীতলকুচি ব্লকের রথেরডাঙা বাজারে তৃণমূলের কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । দুপক্ষের তরফে এদিন রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে । যদিও ঘটনার কথা অস্বীকার করে বিজেপির স্থানীয় নেতৃত্বরা ।

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান গতকাল সন্ধ্যায় রথেরডাঙা বাজারে তৃণমূল কংগ্রেসের পথসভা হয় । কর্মীরা বাড়ি ফিরে আসার পর বিজেপির কর্মীরা বাজারে এসে সন্ত্রাস শুরু করে । ব্যাপক বোমাবাজি করে ভেঙ্গে দেয় আমাদের দলীয় কার্যালয় । মারধর করে গ্রাম পঞ্চায়েত সদস্যা বিথীকা বর্মনের ছেলে দিবাকর বর্মন ও তার দুই সঙ্গীকে । তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।

তবে বিজেপির সংশ্লিষ্ট এলাকার মন্ডল সভাপতি কনক চন্দ্র বর্মন বলেন – এদিন সন্ধ্যায় পথসভা করার নামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের দলীয় পতাকা খুলে ফেলে । এই খবর পেয়ে কর্মীরা পুনরায় বাজারে গিয়ে দলীয় পতাকা লাগায় । কোন ভাঙচুর বা মারধরের ঘটনা আর ঘটেনি । নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাচ্ছে। শীতলকুচি পুলিশ গোটা ঘটনাকে নিয়ন্ত্রণ করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *