তৃণমূল কংগ্রেসে যোগদান ২১ টি পরিবারের
ময়নাগুড়ি: ফের দল বদল ময়নাগুড়ি ব্লকে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন ২১ টি পরিবার। শনিবার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ অঞ্চলের ১৬/১৬২ নং বুথের এই পরিবার গুলি এদিন তৃণমূল কংগ্রেস দিলে যোগদান করেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় এবং ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু রায়ের হাত ধরেই এই যোগদান বলে জানা গিয়েছে। এদিন নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা যুব সভাপতি রামমোহন রায় এবং ১ নং ব্লক সভাপতি বাবলু রায়। এই যোগদান প্রসঙ্গে বাবলু রায় জানান,” খাগড়া বাড়ি ২ অঞ্চলের ১৬/১৬২ নং বুথের ২১ টি পরিবার স্বতস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন।”
