তৃণমূল থেকে বিজেপিতে যোগ ৩০০ জনের
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: ২০২১র বিধানসভা ভোটের কথা মাথায় রেখে জোরকদমে চলছে বিজেপির যোগদান কর্মসূচি। বৃহস্পতিবার এই যোগদান কর্মসূচিতে অংশ নিল হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের ২১৯ বুথের ৩০০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যোগদান করেন।এদিন হেমকুমারী সাউথ গভ: প্রাইমারি স্কুলে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় নবাগতদের হাত দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলী ও জলপাইগুড়ি জেলার দুই সহ সভাপতি অলোক চক্রবর্তী ও বঙ্কিমচন্দ্র রায়।এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা দুর্গা ঠাকুর, জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চা কোষাধ্যক্ষ রুপা চৌধুরী,ও হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের সভাপতি প্রভাত চন্দ্র রায় সহ আরো দলের অন্যান্য নেতা কর্মীরা।এদিকে বিজেপিতে যোগ দেওয়া হিমাচল ব্যাধ নামের এক যোগদানকারী বলেন, আমারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করলেও, তেমন কোনও সুযোগ-সুবিধা পাচ্ছিনা। বিজেপি মানুষের জন্য কাজ করছে বলে মনে করি। কারও প্ররোচনায় নয়, স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছি।