তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্ত দান শিবির
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১২ জানুয়ারী :- তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধ বার জাতীয় যুব দিবসে লতাপাতা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্ত দান শিবির । উদ্বোধন করেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী, সঙ্গে উপস্থিত ছিলেন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমকান্ত বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ার ম্যান পার্থ প্রতিম রায়, মাথাভাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ রঞ্জন রায়, ব্লক সভাপতি দীপ্তি তরফদার রায়,ব্লক যুব তৃণমূল সহ সভাপতি মদন বর্মন, অনুকূল বর্মন লতাপাতা গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। এই দিন ১৬ জন মহিলা সহ প্রায় ১০০ জন রক্তদান করেছেন বলে জানা যায়। কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা হয়। এ বিষয়ে লতাপাতা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনন্দ বর্মন বলেন, ১ লা জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আমরা রক্ত দান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি এ পি প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছি। মোট ১৬ জন মহিলা এবং ৮৪ জন যুবক রক্ত দান করেছেন বলেও জানান আনন্দ বর্মন।