তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ করনদিঘীতে

নিজস্ব প্রতিনিধি: ৩২ নং করনদিঘী বিধানসভার তৃণমূল বিধায়ক মনোদেব সিনহার বিরুদ্ধে প্রতিবাদ সভা করল করনদিঘী বিধানসভার তৃণমূলীরা। কিছুদিন আগে করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চন্দ্র সিনহা কে সরিয়ে নবনির্বাচিত ব্লক কমিটির সভাপতি করা হয় জনাব ওহাব আলীকে। তারই প্রতিবাদে প্রাক্তন ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহার নেতৃত্বের আজ উত্তর দিনাজপুর জেলার করনদিঘীর রাহুল মঞ্চে ব্লক তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল বিধায়ক মনোদেব সিনহার বিরুদ্ধে প্রতিবাদ সভা করলো।আজকের প্রতিবাদ সভায় প্রত‍্যেক বক্তার মুখ থেকে একটাই অভিযোগ শোনা গেছে করনদিঘীর বর্তমান বিধায়ক মনোদেব সিনহার পরিবারতন্ত্রের রাজনীতি করে যাচ্ছেন এবং এলাকার কোনো উন্নয়নের কাজ করতে পারছেন না।ফলে তৃণমূলের নেতৃত্বরা গ্রামে গ্রামে গেলে সাধারণ জনগনের মুখে বারবার অপমানিত হচ্ছে বোলে অভিযোগ।তাই আজকের প্রতিবাদ সভায় একটাই অভিযোগ শোনা গেছে বর্তমান বিধায়কের বদলে অন্য কোন ভদ্রলোককে আসন্ন বিধানসভার প্রার্থী করা হলে পূনরায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে। না হলে করনদিঘী বিধানসভায় তৃণমূলের বিধায়ক কে জেতানো যাবেনা। বিধায়ক এর পরিবর্তে যেকোনো ভদ্রলোককে আসন্ন বিধানসভার প্রার্থী করা হলে পুনরায় বিপুল সংখ্যক ভোটে জয় যুক্ত হবেন বলে জানিয়েছেন প্রাত্তন ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা সহ দলের কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *