তৃনমূলের ছাত্র যুব উজ্জোগত খাবার বিলি
রানা দে, পুন্ডিবাড়ী,১৭ মে: আজি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের আমবাড়ী অঞ্চলের আলিপুরদুয়ার জেলার বগলের ধারেয়া গেরামের অসহায় মানষি লাক “সবার জন্য খাবার” আয়োজন করিছে কোচবিহার জেলা পরিষদের মেম্বার পরিমল বর্মন আর তৃনমূল কংগ্রেসের ছাত্র যুব এর কর্মী লা। অসহায় মানষি লা খাবার খায়া খিব খুশি হৈছে।