তৃনমূল কংগ্রেসের খাবার বিলি সিতাইত
নিজ খবরিয়া,সিতাই: সিতাই বিধানসভা কেন্দ্রের নানান জাগাত ১ শো গরিব মানষিক খাবার সামগ্রী তুলি দিছে তৃনমূল কংগ্রেস। দিন হাজিরা মানষি লাক চাউল,ডাইল,তেল, সোয়াবিন,আলু হাত ধোওয়া সাবোন দিছে বুলি কন সরৎ চন্দ্র বর্মন, দীনেশ বর্মন। সামাজিক দূরত্ব কতা মাতাত রাখি বিলি করা হৈছে বুলি জানা গেইচে।