তৃনমূল কংগ্রেসের বর্ধিত সভা হৈলেক নজরুল সদনত
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা, ৫ জুলাই: আজি শিতলখুচী বিধানসভা কেন্দ্রের বিধানসভা কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হবার ধরিচে মাথাভাঙ্গা নজরুল সদনত। আইসা ৬ জুলাই থাকি ২১ শে জুলাই পর্যন্ত তৃনমূল কংগ্রেসের ধারাবাহিক ভাবে রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করিল বিধায়ক হিতেন বর্মন। জানা গেইছে, মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোন আজিকার এই বর্ধিত সভা বুলি জানা গেইচে। এটে হাজির হৈছে শিতলখুচী বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক কমিটির মেম্বার লা।
গোটায় খবর আসির ধরিচে