তৃনমূল কংগ্রেস শাখা সংগঠনের সভা
রাহুল দেব বর্মন, দিনহাটা- তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত দিনহাটা মহকুমা স-মিল শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত হলো। বুধবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় বক্তব্য রাখেন আইএনটিটিইউসি নেতা বিশু ধর, সংগঠনের নেতা হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প গ্রহণ করেছে তা তুলে ধরে বলেন, রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা কর্মসূচী গ্রহণ করেছেন। শ্রমিকরা যাতে সেই সুযোগ সুবিধাগুলি অতি সহজেই পায় তারজন্যে সংগঠনের একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। পাশাপাশি তারা বলেন, এ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সবদিক থেকেই এ রাজ্য এগিয়ে চলেছে। এলাকায় রাস্তাঘাট তৈরি, সব মানুষ যাতে পানীয় জলের সুযোগ-সুবিধা পায় তার ব্যবস্থা করে চলেছে রাজ্য সরকার। কাজেই এই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। এর জন্য রাজ্য সরকার যে প্রকল্পগুলির ঘোষণা করেছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে।
এদিনের এই সভায় দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সংখ্যক স-মিল শ্রমিক অংশগ্রহণ করেন।