তোর্ষা নদীর ভাঙ্গনে ঘুম উড়েছে শোলাডাঙ্গা এলাকার বাসিন্দাদের!
কোচবিহার : উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দেয় কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। তবে দুদিন থেকে নদীর জলস্তর কমে যাওয়ায় তোর্ষা নদীর ভয়ংকর ভাঙ্গন দেখা দিয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্ব তন্ত্রী জানান তোর্ষা নদীর ভাঙ্গনে তিন ফসলি হাজার হাজার বিঘা কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এবং এখানে যে তিনটি নদীর বাঁধ ছিল সেই বাঁধ তিনটিও গিলে খেয়েছে তোর্ষা নদী। সামনেই রয়েছে বলরামপুর বাজার যেভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এতে তারা খুবই আতঙ্কে রয়েছে। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ করেন বারংবার গ্রাম পঞ্চায়েত প্রধান সেচ দপ্তর ও বিডিও অফিসে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। আজ সেই খবর শোনা মাত্রই নদী ভাঙ্গন পরিদর্শনে আসেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান। স্থানীয়রা জানান জেলাশাস আজ এসে তাদের আশ্বস্ত করলেন দ্রুত সেখানে পাথরের বাঁধ নির্মাণ করে দেওয়া হবে।