তোর্সা পারে বনপালের পূজার উপহার কিশোরীদের
সন্তোষ বর্মন • শালকুমারহাট
বনোপাল সংস্থার হাত ধরে দূর্গা পূজার আনন্দের ছোয়া পেলো আসামমোড়ের কচি-কাচারা।প্রান্তিক জঙ্গলে ঢাকা একটি সবুজ গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্রোতোস্বিনি তোর্ষা। গ্রামের অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নীচে,দিন মজুরি তাদের পেশা। করোনা আবহে তারা অনেকেই হারিয়েছে কাজ। দু-মুঠো ভাত জোগার করাও অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সেখানে হোক না যতই বাঙালীর শ্রেষ্ঠ উত্সব, নতুন পোশাকের উত্সব, গরীব ঐ পরিবার গুলি খুবই অসহায়, ইচ্ছে থাকলেও তারা পারেনা ছেলে মেয়েদের নতুন পোশাক কিনে দিতে। আজ গ্রামের সেরকমই গরীব পরিবারের 50 জন কচি-কাঁচাদের হাতে নতুন পোশাক,মাস্ক তুলে দিলেন শিলিগুড়ির বনোমালা নাট্য সংস্থা। সেই সঙ্গে গ্রামের মহিলাদেরকে ঋতুস্রাব সম্পর্কে সচেতন করে তাদের স্যানিটারি প্যাড ব্যবহারের প্রয়োজনিতা সম্পর্কে জানালেন ও সেই সঙ্গে তাদের হাতে তুলে দিলেন স্যানিটারি প্যাড।