তোলা চাওয়ার অভিযোগে চাঞ্চল্য নয়ারহাট এলাকায়
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা:তোলা বাজির অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যেগে গতবছর পানীয় জলের জলাধার নির্মাণের কাজ শুরু করে পিএইচই। নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি জলাধার নির্মাণের কাজ চলছে। এতে উপকৃত হবে পুঁটিমারী, পানিগ্রাম, গেন্দুগুড়ি, পূর্ব খন্ড বামুনীয়া এলাকার বাসিন্দারা। ঘরে ঘরে পৌঁছাবে পানীয় জলের নলকূপ। এমতাবস্থায় ১৫ দিন আগে স্থানীয় তৃণমূল নেতারা ৪০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তৃণমূল নেতারা বলে অভিযোগ করেন ঠিকাদার সংস্থার ম্যানেজার। ইতিমধ্যেই টাকার দাবিতে তৃণমূল নেতারা দু দুবার সাইটে এসে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এনিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে যায়। বিজেপির এক নেতা জানান, গোটা রাজ্যেই তৃণমূল কংগ্রেসের দূর্নীতি চলছে। নয়ারহাট তার ব্যতিক্রম নয়। তোলা দিয়েই তাদের সংসার চলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। তৃণমূল অঞ্চল তৃনমূল চেয়ারম্যান জামিরুল (রিন্টু) হক প্রধান জানান, অভিযোগ ভিত্তিহীন। বিজেপি চক্রান্ত করে আমাদের উপর দোষারোপ করছে। আসলে বিজেপিই ৫১ হাজার টাকার তোলা চেয়েছে।