দরিয়া ও চটকা গানে মাতালেন ৫৫ জন প্রতিযোগী

নিউজ ডেস্ক,রাজগঞ্জ, ২৩ মার্চ: পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা হয় রাজগঞ্জে। বুধবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ক্রীড়া কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক । এদিন ৩৩তম ওই ভাওয়াইয়া উৎসবে দরিয়া ও চটকা বিভাগে প্রায় ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । প্রতিটি বিভাগের দুজনকে ধাপে ধাপে সরকারের তরফে পুরস্কার দেওয়া হবে ।
উপস্থিত ছিলেন জলাপাইগুড়ি জেলা ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও পংকজ কোনার , রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *