দলীয় প্রার্থীদের সমর্থনে সিপিআইএম এর মিছিল এবং পথ সভা
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৩০ জুন :- ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আর মাত্র কয়েকদিন বাদে নির্বাচন তাই রাজ্যের সব রাজনৈতিক দল নিজের ঘর গোছাতে ব্যস্ত। বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শাসক বিরোধী উভয় দলের চলছে জোর প্রচার । সেই মত মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি হরিমন্দির বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল এবং পথ সভা করল সিপিআইএম। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সম্পাদক অনন্ত রায়,জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সফিজ আহমেদ, বড় শৌলমারী এরিয়া কমিটির সম্পাদক বিমল বর্মন, সদস্য হবিবর রহমান, স্বপন বলা সহ অন্যান্য নেতৃত্ব। এই দিন প্রথমে দ্বারিকামারী হরিমন্দির বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি মিছিল করেন সিপিআইএম। এরপর সাউদের বস এ পি স্কুলের মাঠে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এই দিনের পথ সভায় প্রত্যেক নেতৃত্ব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সমালোচনায় মুখরিত হন এবং বামফ্রন্ট প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।