দল পরিবর্তন অব্যাহত শিলিগুড়িতে

সঞ্জয় হালদার, শিলিগুড়ি: আগামী বছর ২০২১ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিভিন্ন দল থেকে নেতা,কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান পব চলছে, এই বিধানসভা ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে এই এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ,তার নিজের বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে যোগদান পব চলছে ।আজ ১ নং ডাবগ্রামের খোলাচাঁদ ফাপড়িতে অনুষ্ঠিত হল যোগদান পর্ব । নিমাই রায়, হরি রায় এবং বিবি প্রধানের নেতৃত্বে বি জে পি থেকে ১৩৫ জন যুব তথা তাদের পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । সাথে বিমল বিশ্বাসের নেতৃত্বে সি পি এম থেকে ১৫ জন যুব তথা তাদের পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ২ নং ডাবগ্রামের জাব্রাভিটায় অজয় সা ও প্রদীপ প্রসাদের নেতৃত্বে ১৯৭ জন যুব এবং বিজয় রায়ের নেতৃত্বে ৪০ জন, মোট ২৩৭ জন যুব এবং তাদের পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।উপস্থিত ছিলেন রাজ্যের পযটন মন্ত্রী গৌতম দেব, জেলা পরিষদের কর্মাদক্ষ দেবাশিস প্রামানিক,বিধানসভার যুব সভাপতি গৌতম গোস্বামীও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *