দশ হাজার বস্ত্র বিতরণ করলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল
ধর্মেন সিংহ, করণদিঘী: প্রতিবছরের মতো এবারও মহালয়ার দিন শারদউৎসব উপলক্ষ্যে শারি, ধুতি ও পাঞ্জাবী বিতরণ করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বুধবার করণদিঘি বিধানসভার ডালখোলা পৌরসভা এলাকায় , জালখোলা ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার শিকারপুরে , রানিগঞ্জ পঞ্চায়েতের পাতনোরে, বাজারগাঁও ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বেগুয়া হাই স্কুলে, রসাখোয়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার রসাখোয়ার হাই স্কুলে ও রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০ হাজার বস্ত্র বিতরণ করা হল । নতুন বস্ত্র পেয়ে এলকার মানু বেজায় খুশি হয়ে দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছেন বিধায়ক গৌতম পালকে।
পাশাপাশি নতুন বস্ত্র বিতরণ করে করণদিঘীবাসী তথা রাজ্যবাসীকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানালেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস-চেয়ারম্যান গৌতম পাল। তিনি জানিয়েছেন আজকের মত আগামীকালকেও ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুস্থ মানুষগুলোর হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শারদীয়ার প্রতি ও শুভেচ্ছা জানাবেন।