দার্জিলিং পৌরসভার প্রচার

নিউজ ডেস্ক,দার্জিলিং: দার্জিলিং পৌরসভার নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। দার্জিলিং শহর জুড়ে চলছে শেষ প্রচার বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির কেউ পিছিয়ে নেই এমনই একটা ভাব নিয়ে চলছে প্রচার। অন্যান্য জেলায় যেমন দেওয়াল লিখন শুরু থেকেই চলে আসছে কিন্তু দার্জিলিং ব্যতিক্রমী ধারায় চলছে। এখানে কোথাও দেওয়াল লিখনের প্রচলন নেই। সব ক’টি দল সবকটি রাজনৈতিক দল তারা কঠোরভাবে বিগত নির্বাচনগুলোতে দেওয়াল লিখন ছাড়াই প্রচার করে চলেছে। নির্বাচন এলেই বেশি করে চোখে পড়ে দৃশ্য দূষণ হয় আবার সেই সঙ্গে এটা চোখে পড়েছে কোন কোন স্বীকৃত দলগুলি নির্বাচন শেষ হওয়ার পরেই দেয়াল লিখন গুলো মুছে ফেলে শহরকে কালিমালিপ্ত থেকে বাঁচিয়েছে। দার্জিলিঙে এই ব্যতিক্রমী চিত্রটা বছরের পর বছর দেখা গিয়েছে।আজ আবার অন্য ব্যতিক্রমী ছবি ধরা পরল 121 জন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নিযুক্তি পাওয়া শিক্ষক শিক্ষিকা স্থানীয় গোর্খা দুঃখ নিবারণী সংস্থার হলে তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে রাজ্যসভার সংসদ শান্তা
ছেত্রীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *