দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
সৌমিত্র বর্মন, ফুলবাড়ী:মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়িতে শুরু হল তৃণমূল কংগ্রেসের ” দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।শুক্রবার সকাল ১১ নাগাত দিদির দূত হিসাবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন মোরঙ্গা বাজার দূর্গা মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করেন।সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি রায় তরফদার, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় অধিকারী,মাথাভাঙ্গা দুই নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ধোনিরাম বর্মন, কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার,ফুলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্যরা। এদিন মোরঙ্গা বাজার দূর্গা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।এরপর মোরঙ্গা বাজার শাখা পার্টি অফিসের সামনে বিক্ষোভের মুখে পড়েন জেলা চেয়ারম্যান।বিক্ষোভ দেখান তৃণমূলেরই একটি অংশ।তাদের অভিযোগ ,ফুলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় বর্মন অঞ্চলের অন্যান্য নেতৃত্বকে না জানিয়ে নিজের ইচ্ছেমতো কাজ করে চলেছেন।তারা অঞ্চল সভাপতির পরিবর্তন চান।অঞ্চল সভাপতির পরিবর্তন চেয়ে এদিন বিক্ষোভ দেখান তার।জানা গিয়েছে, বিক্ষোভে সামিল ছিলেন ফুলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত বিশ্বাস,সহ সভাপতি সুজয় বর্মন।এরপর জেলা চেয়ারম্যান সেখান থেকে বেরিয়ে ক্ষেতি উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন করেন।এছাড়াও নবগঞ্জ,ফুলবাড়ি, শিঙ্গেরবাড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করেন।