দিনমজুর বাবা, উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে উচ্চ শিক্ষায় বাধা অর্থ রুম্পার, সাহায্যের আবেদন

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ১৩ জুন :- বাবা দিন মজুর, এক দাদা সংসারের হাল ধরতে ভিন রাজ্যে করেন কাজ। সেই দরিদ্র ঘরের মেয়ে রুম্পা বর্মন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৬৬৬ । ভালো ফল করায় খুশি পরিবার সহ প্রতিবেশীরা। কিন্তু মেয়ের উচ্চ শিক্ষার বিষয়ে চিন্তার ভাঁজ বাবা সদানন্দ বর্মনের। রুম্পা বর্মন মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বৌলপারি গ্রামের বাসিন্দা। কুশিয়ার বাড়ী হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। রুম্পার প্রাপ্ত নাম্বার – বাংলা – ৯০,ইংলিশ -৯৭,ভূগোল – ৯৫, শিক্ষা বিজ্ঞান – ৯০,সংস্কৃত – ৯৪ মোট – ৪৬৬। ইংরেজি বিভাগে পড়াশুনা করে শিক্ষক হতে চায় রুম্পা কিন্তু বাধা অর্থ। রুম্পা তার সাফল্যের বিষয়ে জানায়, বাবা টিউশন ফি জোগাড় করতে পারত না, তার পরেও টিউশন শিক্ষকরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন । বিদ্যালয়ের শিক্ষকরাও যখন যেমন প্রয়োজন সাহায্য করেছে। নির্দিষ্ট সময় ধরে পারতাম না জখম সময় পেতাম পারতাম। আমি ভবিষ্যতে ইংরেজি বিভাগে শিক্ষক হতে চাই। এ বিষয়ে রুম্পার বাবা সদানন্দ বর্মন বলেন, মেয়ের সাফল্যে খুব খুশি কিন্তু পরবর্তীতে মেয়েকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব সেই চিন্তাই আমাকে কুরে কুরে খাচ্ছে। যদি কোনও সহৃদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয় উপকৃত হব।

ছবি :- বাবা মায়ের সাথে কৃতি রুম্পা বর্মন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *