দিনহাটায় উৎকর্ষ বাংলার পরীক্ষায় অনিয়ম ঘিরে উত্তেজনা।
রাহুল দেব বর্মন,কোচবিহার : দিনহাটায় উৎকর্ষ বাংলার পরীক্ষায় অনিয়ম ঘিরে উত্তেজনা।
দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় উৎকর্ষ বাংলা ট্রেনিং ক্যাম্পে বুধবার সকালে ধুপকাঠি তৈরির প্রশিক্ষণ শেষে পরীক্ষা ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস করা সত্ত্বেও তাদের অনেকের নাম পরীক্ষার তালিকায় আসেনি, উল্টোদিকে যারা প্রশিক্ষণ নেয়নি, তাদের নাম তালিকায় রয়েছে।
এই অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন মহিলা পরীক্ষা চলাকালীন বাধা দেন এবং সেখানে হাতাহাতির উপক্রম হয়। রাজ্য সরকারের অনুমোদনে ট্যাংরা বীণাপাণি সেবাপথ নামের একটি সংস্থা এই প্রশিক্ষণের দায়িত্বে ছিল।
সংস্থার সম্পাদক শুভেন্দু ভট্টাচার্য অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, যারা একদমই ক্লাসে আসেনি, তারাই পরীক্ষা চলাকালীন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
