দিনহাটায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, নিষিদ্ধপল্লী ও হরিজনপল্লীতে উত্তেজনা।

দিনহাটা: মহরম মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধপল্লী ও হরিজনপল্লীর বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে।

নিষিদ্ধপল্লীর কয়েকটি দোকান এবং হরিজনপল্লীর এক যুবকের মোটরবাইক ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে মহরম মাঠে ফুটবল খেলা চলাকালীন দুই পক্ষের মধ্যে প্রথমে বিবাদ শুরু হয়। সেই থেকেই রাত আটটা নাগাদ হাতাহাতি ও সংঘর্ষে পৌঁছায়।
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে, দিনহাটা থানা থেকে একটি বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিজনপল্লীর এক যুবকের বাইক ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক যুবক জানায়, “যদি বাইক ভাঙচুরের ঘটনার সুরাহা না হয়, তবে আমরা রাতে আবারো জবাব দেব।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে।

এ বিষয়ে দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সাহা বলেন ফুটবল খেলা কে কেন্দ্র করেই একটি রেষারেষির মধ্য দিয়ে এই উত্তেজনা ছড়িয়েছে। আমি চাইবো আজকের রাতটুকু পুলিশ প্রশাসন এখানে মোতায়েন থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *