দিনহাটায় বিধায়ক উদয়ন গুহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটার শাখার প্রতিনিধিরা
রাহুল দেব বর্মন, দিনহাটা: রবিবার সকালে দিনহাটা শহরে বিধায়কের বাসভবনে উদয়ন গুহের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাদ আচার্য বলেন আমরা ইতিমধ্যে 2018 সালে দিনহাটা মহকুমা শাসকের সঙ্গে যৌথভাবে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় থাকা হেরিটেজ জায়গা গুলি চিহ্নিত করে একটি নামের তালিকা তৈরি করি। এবং সেই তালিকা জেলাশাসকের কাছে পেশ করা হয় সরকারি সিলমোহরের জন্য। কিন্তু এরপরেও দিনহাটা মহকুমার সেইসব হেরিটেজ স্থানগুলি হেরিটেজ হিসেবে সরকারী সিলমোহর পায়নি। আমরা চাই সেইসব স্থানগুলি হেরিটেজ হিসেবে সরকারী সিলমোহর পাক এবং সেইসব স্থানগুলি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ হোক। এদিন সেই বিষয় নিয়েই বিধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আলোচনা করা হয়। বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন তিনি নিজেও জেলাশাসককে এ বিষয়ে জানাবেন। এদিন বিধায়ক উদয়ন করে সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার সভাপতি নারায়ন দেব,সম্পাদক শঙ্খনাদ আচার্য, সদস্য সজল সাহা ও মানবেন্দ্র রায়।