দিনহাটার বুড়িরহাটে বিজেপি কর্মীদের মার- অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে
রাহুল দেব বর্মন,বুড়িরহাট –
দিনহাটা ২ নং ব্লকের বুড়িরহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জ এলাকার বিজেপি কর্মীর বাড়িতে ভাংচুরের ও মারধরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুড়িরহাট এলাকায়।
বিজেপির দলীয় সূত্রে খবর গত রবিবার রাতে আমাদের দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ঘর থেকে বাইরে বেরোতে বলে।
এরপর যখনই তারা ঘর থেকে বের হয় তাদেরকে বেধড়ক মারধর এবং বাড়িতে ভাঙচুর চালায়।
এই মারধরের ঘটনায় এক বিজেপি কর্মীর একই পরিবারের তিনজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সম্রাট দে নামে এক যুবকের গুরুতর আঘাত রয়েছে বলেও জানা গেছে।
তবে বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আহত বিজেপি কর্মীদের মধ্যে স্বদেশ দে বলেন এ দিন রাতে তারা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ছিলেন। হঠাৎ করে রাত্রি বারোটা নাগাদ তৃণমূলের বাইক বাহিনী তাদের বাড়িতে এসে চড়াও হয় এবং ঘর থেকে বের হতেই ছেলেসহ তাদেরকে মারধর করে।
তিনি এও বলেন আমার স্ত্রী আরতি দে এগিয়ে এলে তার উপরও আক্রমণ চালায় তৃণমূলের গুন্ডারা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা প্রদীপ কুমার বর্মন জানান বুড়িরহাট শুধু নয় রাজ্যের শাসকদলের নেতারা বুঝেছেন তাদের পায়ের তলার মাটি নেই। ঠিক সেইজন্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সাধারণ মানুষদের উপর সন্ত্রাস চালাচ্ছে।
এবং আমাদের তিনজন কর্মীকে মারধর করা হয়েছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ওঠা গোটা অভিযোগ কে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা বুড়িরহাট তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সাত্তার জানান বিজেপি কর্মী সমর্থকরা আমাদের শান্ত বুড়িহাট এলাকাকে নানাভাবে অশান্ত করে তোলার চক্রান্ত করছে
এবং এই চক্রান্তে নিজেদের মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্বে মারধর ভাঙচুর কে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে।
এবং তিনি এও জানান মানুষ তাদের আসল রূপ বুঝে গেছে আর গত রবিবার যে মারধর ভাংচুরের ঘটনা হয়েছিল তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই।
পুলিশ সূত্রে খবর উভয় দলের থেকেই অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে । পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন।
আজ আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে এসে দেখা করেন কোচবিহার জেলা বিজেপির নেতা অশোক মন্ডল।
তিনি সেই আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।