দিনহাটা পুলিশের গোপন অভিযানে বিপুল পরিমাণ মূল্যের গাঁজা উদ্ধার
রাহুল দেব বর্মন ,দিনহাটা:আবারো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বড়সড় সাফল্য পেল দিনহাটা থানা।
গত মঙ্গলবার গভীর রাতে দিনহাটা রংপুর রোড পার্শ্ববর্তী স্টেশন মোড় থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গাজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার হয় গাড়ির চালকসহ আরো একজন।
ধৃতদের নাম সুমিত কুমার যাদব ও এমডি আশিক।
পুলিশ সূত্রে খবর গত মঙ্গলবার দিনহাটা থানার পুলিশের কাছে খবর আসে যে নয়ারহাট থেকে পাচারের জন্য ট্রাকে করে গাঁজা নিয়ে আসা হচ্ছে।
সেই খবর পেয়ে দিনহাটা পুলিশের পক্ষ থেকে একটি টিম দিনহাটা রংপুর রোড পার্শ্ববর্তী এলাকায় মোতায়ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে সন্দেহজনকভাবে একটি ট্রাকের চালক কে ট্রাক থামাতে বলা হলে সেই ট্রাকেই তল্লাশি চালিয়ে ১৭ টি গাজার প্যাকেট সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন সেই ১৭ টি গাঁজার প্যাকেটে প্রায় ১২৪ কেজি গাজা ছিল এবং তিনি এও জানান গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
আইসি বলেন যে তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক মহাশয় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।