দিনহাটা শহরে ফের দিনদুপুরে চুরি! লক্ষাধিক স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
দিনহাটা : দিনহাটা শহরে দিনের আলোয় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে শহরের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ডাককর্মী দিলীপ কুমার সরকারের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরি। সকালে তিনি কর্মস্থলে যান, তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যান এবং ছেলে প্রাইভেট পড়তে গিয়েছিল। বাড়ি ফাঁকা দেখেই দুঃসাহসিক অভিযানের পরিকল্পনা করে দুষ্কৃতীরা।
চোরেরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরের আলমারি ভেঙে তারা লক্ষাধিক টাকার স্বর্ণের অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
দিলীপ বাবুর ছেলে প্রাইভেট থেকে এসে দেখেন তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সে তার বাবা মা ও স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দিনহাটা থানার পুলিশ।
তবে দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অস্বস্তি দেখা দিয়েছে। অনেকেই পুলিশের বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
