দিনহাটা শহরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন, সাধারণ মানুষের দুর্ভোগ।
রাহুল দেব বর্মন, কোচবিহার: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ড। জল নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। বুধবার সকালে শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতার এমন চিত্র ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
দিনহাটা শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তাঘাট তো বটেই, অনেকের বাড়িতেও ঢুকে পড়েছে জল। জলমগ্ন এই পরিস্থিতিতে দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে শিশু ও বয়স্কদের চলাফেরায় মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা ডুবে যায়, যা দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল।
এ বিষয়ে ক্ষুব্ধ স্থানীয়রা জানান, জল নিকাশি ব্যবস্থার উন্নতি না হলে বারবার এমন সমস্যার মুখোমুখি হতে হবে দিনহাটাবাসীকে। তাদের দাবি, পৌরসভার উচিত দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা।
দিনহাটা পৌরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, জলাবদ্ধতা কমাতে পৌরকর্মীরা সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন।
