দিনহাটা ২ ও সিতাই ব্লকে ঘোষিত কলেজ স্থাপন সহ ১৩দফা দাবিতে DYFI-এর ডেপুটেশন প্রদান।
দিনহাটা : দিনহাটা ২ ও সিতাই ব্লকে একটি কলেজ স্থাপন সহ মোট ১৩ দফা দাবি নিয়ে সোমবার দিনহাটা এসডিও অফিসে ডেপুটেশন জমা দেয় (DYFI) নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে দিনহাটা শহরের প্রধান সড়কগুলি দিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করে DYFI ও স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) কর্মীরা। মিছিলটি শেষে তারা দিনহাটা এসডিও কার্যালয়ে গিয়ে ডেপুটেশন জমা দেন।
ডেপুটেশনের মূল দাবি হল দিনহাটা ২ ও সিতাই ব্লকে ঘোষিত একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ স্থাপন করা, যাতে এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যেতে না হয়। এছাড়াও, স্থানীয় উন্নয়ন, যুব ও ছাত্রসমাজের সমস্যা সংক্রান্ত আরও বেশ কিছু দাবি এই ১৩ দফা দাবির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন DYFI জেলা সভাপতি মানস বর্মন, SFI জেলা সভাপতি জিৎ কুমার পাল, শুভ্রালোক দাস সহ সংগঠনের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
