দিল্লি থেকে বাড়ি ফিরে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে ব্যাপক আতঙ্ক মেখলিগঞ্জে

বিজয় চন্দ্র বর্মন , মেখলিগঞ্জ, ২৩ জুনঃ দিল্লি থেকে বাড়ি ফিরে এক সিআরপিএফ জওয়ানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। সোমবার রাতে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহে। কয়েকদিন হলো তিনি কর্মস্থল থেকে নিজের বাড়িতে ফিরেছেন। ওই জওয়ান দিল্লিতে সেনার কাজে নিযুক্ত ছিলেন। মৃতের স্ত্রী মমতা রায় লস্কর জানিয়েছেন, সুস্থ অবস্থায় স্বামী বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর একদিন বৃষ্টিতে ভিজে জ্বর আসে। এর পর ১৯ জুন তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। কিন্তু সোমবার রাতে তিনি মারা যান।
এদিকে ওই জওয়ানের মৃত্যুর খবর জামালদহে পৌঁছাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, ওই ব্যাক্তির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। গত কাল রাতে তিনি মারা গিয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সুতরাং,এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম রাজেন রায় লস্কর (৫৮)। ১২ জুন তিনি দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন। দিল্লি থেকে বদলি হয়ে অন্যত্র যোগদান করার ফাঁকে পরিবারের সাথে দেখা করতেই তিনি বাড়িতে এসেছিলেন। কিন্তু আর কাজে যোগ দেওয়া হলো না তাঁর। তার আগেই তার মৃত্যু হলো। উনি বেশ কিছুদিন থেকে নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন।
এদিকে হাসপাতালের পক্ষ থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার।এর পরই মৃতদেহ হাসপাতাল থেকে জামালদহের বাড়িতে নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *