দুঃসাহসিক ডাকাতির কয়েকদিন পর ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য
জয়দেব গোপ,চোপড়া ১জুন: গত রাত্রে চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের চূড়াখোয়া গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,চূড়াখোয়া গ্রামের বাসিন্দা সুলেমান এর বাড়িতে গত রাত্রে কে বা কারা বাড়ির সীমানার বাঁশের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে শোবার ঘরের দুই জায়গায় সিঁদ কেটে ঘরের ভিতরে ঢুকে একটি মোবাইল,একটি এট্যাচি যার মধ্যে এক লক্ষ সত্তর হাজার টাকা,জমির দলিল সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি মোটর নিয়ে যায়। এই ঘটনার বিবরণ চোপড়া থানায় জানিয়েছেন গৃহকর্তা। উল্লেখ্য কয়েকদিন আগেই চোপড়ার ধূমডাঙ্গীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর ফের চোপড়ার চূড়াখোয়া গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন।