দুঃস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাড়াল দিনহাটা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশন
নিউজ ডেস্ক, দিনহাটা: শনিবার দুপুরে দিনহাটা শহর ও শহর লাগোয়া তিনটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের হাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক ২০২২ এর দুঃস্থ পরীক্ষার্থীদের জন্য ৩৭৫ টি কলম,কিছু জ্যামিতি বক্স, সহ মাস্ক তুলে দেন। যাতে সেই সংশ্লিষ্ট বিদ্যালয়ে দুঃস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো ভাবে পরীক্ষা দিতে পারে। আজ দিনহাটা শহরের গোপাল নগর মহেশ সাহা শরণার্থী উচ্চ বিদ্যালয়,দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয় এবং শহর লাগোয়া জামাদরবস উচ্চ বিদ্যালয়ে যায় দিনহাটা সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের সদস্যরা এমনটাই জানা গিয়েছে।