দুঃস্থ পরিবারের পাশে হিল’স ফাউন্ডেশন
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: হিল’স ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন মাটিগাড়া সংলগ্ন এলাকার পাঁচকেল গুঁড়ি কুল্লু ঘাট মোড়ের একাংশ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এখবর পাওয়ার পর ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন শতাধিক দুঃস্থ পরিবারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন। একাজ করতে সহযোগিতা করেছেন মাটিগাড়া পুলিশ ও পাঁচকেল গুঁড়ি পঞ্চায়েত প্রধান। অসহায় পরিবারগুলো খাদ্য সামগ্রী পেয়ে মুখে চওড়া হাসি ফুটেছে।