দুঃস্থ রোগীর পাশে বিএমওএইচ এবং এক সমাজসেবি

নিউজ ডেস্ক,ওদলাবাড়ি: দুঃস্থ এক শিশুর চিকিৎসা সহায়তা করতে এগিয়ে এলেন ওদলাবাড়ি বি এম ও এইচ ডক্টর প্রিয়াঙ্কা জানা ও কাঁঠালগুরি সমাজসেবী মেহেবুব আলম। রাবেকা সুলতানা ১২ বছরের এক মেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসকেরা চিকিৎসা করার পরে কলকাতা রেফার করেছেন। কিন্তু রাবেকা সুলতানা পিতা হাসেন আলী দিনমজুর বাড়ি ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে আর্থিক ক্ষমতা না থাকায় মেয়ের চিকিৎসা করাতে অক্ষম। বেসরকারিভাবে চিকিৎসা করতে ৫ লক্ষ টাকা প্রয়োজন।গ্রামবাসীর সহায়তায় শুরুতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা করিয়েছেন । কিন্তু কলকাতা রেফার করায় মেয়ে চিকিৎসা করতে বর্তমানে দিশাহারা বাবা হাসেন আলী। রাবেকা সুলতানের বাবা হাসেন আলী কাঁঠালগুড়ি সমাজসেবী মেহেবুব আলম সাথে যোগাযোগ করেন। মেহেবুব বাবু ওদলাবাড়ি বি এম ও এইচ ডক্টর প্রিয়াংকু জানা সাথে যোগাযোগ করেন, ডক্টর প্রিয়াংশু জানা কলকাতা এস এস কে এম হাসপাতলে চিকিৎসার জন্য যোগাযোগ করেছেন। ওদলাবাড়ি বি এম ও এইচ ডক্টর প্রিয়াঙ্কা জানা জানালেন সমাজসেবী মেহেবুব আলম আমার কাছে মেয়েটিকে নিয়ে এসেছিলেন মেয়েটির হার্ট ফুটো আছে আমি যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করে দিয়েছি কলকাতা এসএসকেএম হাসপাতলে নিয়ে যেতে এবং কি একবার ডাক্তার দেখিয়ে এসেছেন খুব দ্রুত হার্ট অপারেশন হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করছি। রাবেকা সুলতানের বাবা মেয়ের চিকিৎসা সহায়তা করার জন্য ডক্টর প্রিয়াঙ্কা জানা ও সমাজসেবী মেহেবুব আলম কে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *