দুইদিন ব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রর্দশনীর আনুষ্ঠানিক উদ্বোধন
নিউজ ডেস্ক, মালদা:পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতা ও মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত জেলা স্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী।
১০ এবং ১১ নভেম্বর চলবে হস্তশিল্প প্রদর্শনী।
মালদা জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করা হয় হস্তশিল্প প্রদর্শনীর।
উপস্থিত ছিলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী তাজমুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, মালদা জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ইন্ড্রাস্টিয়াল চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।
বাড়ির ব্যবহারিক প্রয়োজনীয় সামগ্রী কাঠ, বাঁশ, বেত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী, ছবি মডেলসহ বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন জেলা স্তরের প্রায় দেড় শতাধিক শিল্পী।
শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে দুই দিনব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হয় জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে।
প্রথমে জেলাস্তর, পরে রাজ্য এবং তার পর জাতীয় স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।মন্ত্রী, আধিকারিক ও শিল্পপতিরা জানান,প্রশাসন হস্ত শিল্পীদের পাশে রয়েছে।