দুচাকায় চলছে জীবন ঝুঁকি, চার চাকার বন্ধ সব গাড়ি

বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,১৫সেপ্টেম্বর:-লাগাতার বৃষ্টির জেরে ভেগে পড়ল একের পর এক কালভার্ট ।বাইক, সাইলে জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করলেও একেবারে বন্ধ হয়ে গেল রাস্তায় চলাচল চার চাকা গাড়ির পরিষেবা।জানাযায় মাথাভাঙ্গা 2 নং পঞ্চায়েত সমিতির অধীনে থাকা বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের দেওয়ান বস ও মুকুল ডাঙ্গা গ্রামের ৩৫ ও ৩৬নং বুথ এর দেওয়ান বস বাজার পঞ্চানন ক্লাব থেকে শুরু করে পশ্চিম মুকুল ডাঙ্গা প্রাথমিক পর্যন্ত ও প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক হইতে পশ্চিম মুকুল ডাঙ্গা দুর্গা পুজো মণ্ডপ পর্যন্ত এবং সিঙ্গিজানি বলের মাঠ হইতে মুজনাই নদীর বাঁধ সংলগ্ন পশ্চিম মুকুল ডাঙ্গা রাস্তা পর্যন্ত সব রাস্তায় কালভার্ট লাগাতার বৃষ্টির জেরে ভেঙ্গে পড়েছে ।ফলে ফালাকাটা,ঘোকসাডাঙ্গা সহ অন্যত্র সব জায়গায় যাতায়াতে সমস্যা মুখে পড়ছে নিত্যযাত্রী থেকে বহিরাগত সকালেই।স্থানীয় নিতাই রায়,ভবন বর্মন,প্রণব বর্মনরা জানান এই মুহূতে কিছু হয়ে গেলে রুগিকে এম্বুলেন্স করে তড়িঘড়ি  হসপিটাল নিয়ে যাবার  মতো অন্য কোনো বিকল্প রাস্তা নেই এলাকাবাসীর কাছে বৃষ্টির জেরে সব রাস্তা প্রধান কালভার্ট গুলি ভেঙ্গে পড়েছে।তাই  প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি তড়িঘড়ি সব রাস্তা মেরামত করা হোক।
এবিষয় দেওয়ান বস ৩৫নং বুুথ এর  পঞ্চায়েত সদস্য সুশীল মন্ডল জানান বিষয়টি প্রধান ও এন.এস.এস.কে জানানো হয়েছে এবং এন.এস.এস বিষয়টি নিজেই পরিদর্শন করে গিয়েছেন।আজ আবার বিষয়টি জানানো হবে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে।
অপরদিকে বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস জানান বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সাথে কথা বলে তড়িঘড়ি কাজ শুরু করা হবে তবে ভাদ্র মাসের বর্ষার জেরে এরকম ঘটনা ঘটেছে বৃষ্টি ছাড়লে কাজ শুরু ব্যবস্তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *