দুয়ারে সরকার আলো পৌঁছে দিল
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা : দুয়ারে সরকারে আবেদন করে অবশেষে বিদ্যুৎ পেলো এক বিধবা মহিলা। খুশির হাওয়া পরিবারে। মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি এলাকার বাসিন্দা নিয়তি সরকার। স্বামী ১০ বছর আগেই মারা যায়।এক ছেলে অসুস্থ। পরিবারে দিন আনা দিন খাওয়া। শেষ সম্বল শুধু একটি ভাঙাচোরা বাড়ি। বাম জমানা থেকে তৃণমূল কংগ্রেসের তৃতীয় বার তৃণমূল পরিচালিত সরকার গঠন করলেও বিদ্যুৎ পায়নি ওই বিধবা মহিলা। অবশেষে বিদ্যুতের আলো পৌঁছে দিলো পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার। এযাবৎ পর্যন্ত কেরোসিনের আলো কিংবা মোমবাতি জ্বালিয়ে রাত কাটাতো। অবশেষে সংশ্লিষ্ট এলাকায় সরকার ঘোষিত দুয়ারে সরকার বসে। সেখানে বিদ্যুতের জন্য আবেদন করে ওই মহিলা। সহযোগিতা করেন প্রাক্তন প্রধান কাজল রায় এবং পঞ্চায়েত সমিতির বন ও ভুমি দপ্তরের কর্মাধ্যক্ষ কল্যানী রায়। আবেদন করার পরপরই ওই মহিলার বাড়িতে পৌঁছে যায় মাথাভাঙ্গা বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ পেয়ে খুশি ওই মহিলা। তিনি বলেন, এখন আঁধার কাটিয়ে আলো দেখতে পারায় খুবই খুশি তিনি। ব্লক প্রশাসন সূত্রে, দুয়ারে সরকারে আবেদন করলে সকলের কাজ করা হয়।