দুয়ারে ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: করোনা আবহে নতুনত্ব নিয়ে এল স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা দিবসকে দুয়ারে নিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা। দুয়ারে স্কুলের প্রতিষ্ঠা দিবস পালন করে স্কুল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দলনাথ হাই স্কুলের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস এবছর দুয়ারে পালন করে।কেক কেটে দিবসের শুভ সূচনা করে এলাকার বর্ষীয়ান নাগরিক তথা অনুষ্ঠানের সভাপতি মুকন্দ মোহন বর্মন। শুভ সূচনা করে বিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা দিবসের বার্তা দিতে টোটো চালিয়ে প্রচার করে। করোনা আবহে শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকতে বারন ছাত্র ছাত্রীদের। তাই এদিন অভিনব কায়দায় দুয়ারে প্রতিষ্ঠা দিবস পালন করে স্কুল কর্তৃপক্ষ। টোটো চালিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে বিদ্যালয়ের গ্রুপ ডি পদে সদ্য অবসর প্রাপ্ত বীরেন্দ্র নাথ বর্মনকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, ওই কর্মী কয়েক দিন আগে অবসর গ্রহণ করেন এবং পরবর্তীতে দুস্থ ছাত্র ছাত্রীরা যেন বৃত্তি পায়, সেজন্য বিদ্যালয়ের তহবিলে ৫ লক্ষ টাকা দান করেন তিনি। তাই তাকে সংবর্ধনা দেয় বলে খবর। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক সরকার, সহ শিক্ষক দধীরাম অধিকারী, পরিচালন কমিটির সভাপতি নিরঞ্জন বর্মন।