দু’শো বোতল কাশের সিরাপ সহ গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: শিলিগুড়ি ও আশেপাশের অঞ্চলগুলিকে মাদকমুক্ত করা পুলিশ প্রশাসনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকমাসে প্রায় কয়েক লক্ষ দেশি বিদেশি মদ পাশাপাশি লক্ষাধিক টাকার ব্রাউন সুগার গাঁজা পুলিশের হাতে ধরা পড়ে। শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপের দল আবার 200 কফ সিরাপের বোতল সহ অলোক শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্পেশাল অপারেশন গ্রুপের এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে স্পেশাল অপারেশন গ্রুপের দল প্রধান নগর থানার তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কাছে অলোক শর্মাকে সন্দেহ করে।সন্ধানের সময়, প্রায় 200 টি কাশির সিরাপের বোতল পাওয়া গেছে অলোক শর্মার ব্যাগ থেকে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারকৃত অলোক শর্মার বাড়ি ময়নাগুড়ি এলাকায় বলা হচ্ছে। প্রধান নগর থানার পুলিশ আজ এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে আসামীকে শিলিগুড়ি আদালতে হাজির করেছে।