দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ শতাব্দী প্রাচীন মুখোশ নৃত্য
জয়দেব গোপ, চোপড়া:- শতাব্দী প্রাচীন মুখোশ দলের মুখোশ নৃত্য পরিবেশন চোপড়ার হাপতিয়াগছ অঞ্চলের মহম্মদ বক্স উচ্চতর বিদ্যালয়ে। এদিন চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মহম্মদ বক্স উচ্চ বিদ্যালয়ে চতুর্থ পর্বের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের মুখোশ দলের শিল্পীরা মুখোশ নাচ পরিবেশন করেন। এই মুখোশ দলে রয়েছে দশ মাথার রাবন, মহিরাবন, কুম্ভকর্ণ, হনুমান, রাম লক্ষণ কালি, যম সহ আরও অনেক মুখোশ। এই দলের পরিচালক তথা চোপড়ার প্রবীণ লোকশিল্পী সুবল গোপ জানান, ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা মাঝিয়ালি অঞ্চলের মুখোশ শিল্পীরা মুখোশ নাচ পরিবেশন করেছি।উপস্থিত ছিলেন, পঞ্চায়েত প্রধান আবিনা টুডু, উপপ্রধান মহম্মদ সাকির সহ অন্যান্যরা।