দুয়ারে সরকার দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড়
বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা:- সাধারণ মানুষের কাছে দ্রুত পরিসেবা পৌছে দিতে মমতা সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকার। স্বাস্থ্য সাথী, জয় বাংলা, কন্যাশ্র,রেশন কার্ড জনিত সমস্যা সহ সমস্থ রকম পরিসেবা দিতে প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌছে যাচ্ছে আধিকারিক গন। এই কর্ম সুচি চারটি পর্যায়ে চলবে। প্রথম পর্ব শেষ হয়ে চলছে দ্বিতিও পর্ব। সেই মতো মঙ্গলবার মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েত পালিত হল ‘দুয়ারে সরকার” কর্মসূচি। এদিন বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের মাঠে পালিত হয় এই কর্মসূচি।কর্মসূচিতে উপস্থিত জয়েন্ট বিডিও পেট্রোনিলা লেপচা,বি আই ও অমিতাভ বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। এই দিন গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ নিজের নিজের অভিয়োগ জানাতে বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েত মাঠে আসে প্রচুর মানুষ। স্বাভাবিক ভাবে কর্মসূচি চত্ত্বরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।