দূর্গা পূজা নিয়া কল্পতরু মূখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক: পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহাইয্য প্রতিটা দূর্গা পূজা কমিটিক। খালি তায়ে না হয় বিদ্যুৎ এর বাদে দিবার নাগিবে ৫০ শতাংশ বিদ্যুৎ বিল। দূর্গা পূজার মুহুর্তে রাইজ্য সরকারের এমন ঘোষণাত একপাখে আনন্দ আর অইন্য পাখে সমালোচনাও শুরু হইসে। ইমাম-মোয়াজ্জেম ভাতার পর পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণা হইতে না হইতে দূর্গা পূজা কমিটিলাক ৫০০০০ টাকা আর্থিক সাহাইয্য ঘোষণা অনুদানের হিসাব অক অল্টে পাল্টে দিল বুলি রাজনৈতিক মহলের অনুমান। এইদিন দূর্গা উৎসব নিয়া মুখ্যমন্ত্রী মিটিং করে। সেই মিটিং অত ঘোষণা করে খোলামেলা প্যান্ডেলের ভিতর সামাজিক দূরত্ব মানি দূর্গা পূজা করির নাগিবে। প্রতিটা প্যান্ডেলের ভিতর হ্যান্ড স্যানিটাইজার রাখির নাগিবে। দর্শকলাক মুখা পিন্দি ঠাকুর দেখির নাগিবে। প্যান্ডেলের ভিতর বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক থুবার নাগিবে। করা যাবেনা সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দূরত্ব মানি ভোগ দেওয়া, অঞ্জলি দেওয়া আর সেন্দুর খেলা খেলের নাগিবে সামাজিক দূরত্ব মানি। বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড দেওয়া হবে ভার্চুয়াল সভার মাধ্যমে। পূজার বাদে অনুমতি ২ অক্টোবর পর্যন্ত বহাল থাকিবে।