দেওয়ানগঞ্জ বাজারের রাস্তার পাশে আবর্জনার স্তুপ
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানগঞ্জ বাজারের রাস্তার পাশেই দীর্ঘদিন ধরে পড়ে আছে আবর্জনার স্তূপ। এবং দেওয়ানগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে অনেক জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে।এর আগে অনেকবার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন হাট কমিটির সদস্যরা। ওই রাস্তা দিয়ে চলতে হলে পথচারীদের মুখে রুমাল দিয়ে চলতে হয়। দীর্ঘদিন ধরে সেখানে আবর্জনা জমে থাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছে বলে পথচারীদের একাংশের অভিযোগ। দেওয়ানগঞ্জ বাজারে নির্দিষ্ট কোন ডাম্পিং গ্রাউন্ড না থাকায় আবর্জনা ফেলতে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাফাই কর্মীদের। এছাড়াও বুধবারও রবিবার এই দুইদিন সাপ্তাহিক হাট বসে দেওয়ানগঞ্জ বাজারে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়।এবিষয়ে দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক রিতম রায় বলেন, দেওয়ানগঞ্জ বাজার নির্দিষ্ট কোনও ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বাজারে বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রশাসন খুব তাড়াতাড়ি একটা ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা গ্ৰহন করুক। এ বিষয়ে হলদিবাড়ির বিডিও তাপসী সাহা বলেন, দেওয়ানগঞ্জ বাজারে আবর্জনা ফেলানোর জন্য খুব শীঘ্রই একটা ডাম্পিং গ্রাউন্ড এর ব্যবস্থা করা হবে।