দেওয়ানগঞ্জে পানীয় জলের অপচয়
বিষ্ণুপদ রায়,হলদিবাড়ি:-কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের অপচয় হতে দেখা যাচ্ছে। জানা গেছে ২০১৫ সালে পিএইচই পরিস্রুত পানীয় জলের কল তৈরি হয়। এবং প্রতিদিন লক্ষ লক্ষ জল নষ্ট হচ্ছে স্টপকক না থাকার কারণে। তাছাড়া দেওয়ানগঞ্জ অঞ্চলের কদমতলা সহ বিভিন্ন জায়গায় পিএইচই পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটেেছ। ফলে বিভিন্ন ভাবে নোংরা জল পাইপের মধ্যে প্রবেশ করে। জলের কল দিয়ে সেগুলি বেরও হয়। সেখানকার স্থানীয় বাসিন্দা কৈলাস বর্মন,অলক রায় ও রথীন্দ্রনাথ রায় জানান, আমাদের পাশের অঞ্চলের সামান্য পানীয় জলের জন্য অনেকে দু কিলোমিটার দূর থেকে পিএইচই জল আনতে যায়,এবং কিছু মানুষ টিউব ওয়েলের আর্সেনিকযুক্ত জল খেতেও বাধ্য হচ্ছেন। আর আমাদের অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ভাবে পানীয় জলের অপচয় হচ্ছে। এবিষয়ে দেওয়ানগঞ্জ অঞ্চলের প্রধান ঝর্ণা রায় বসুনিয়া বলেন, আমি এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।