দেবীঝোড়া চা বাগানে গেট মিটিং বিজেপির
সুবল গোপ,চোপড়া:- সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দেবীঝোড়া চা বাগানের শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে গেট মিটিং করে বাগান ম্যানেজারকে স্মারকলিপি দিল বিজেপির ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন। এদিন বাগানের কাজ শুরু করার আগে ওই বাগানের শ্রমিকদের নিয়ে প্রথমে গেট মিটিং করা হয়। ওই গেট মিটিং এ শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বিজেপির ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের উত্তর দিনাজপুর শাখার সভাপতি বরুণ সিংহ, সাধারণ সম্পাদক শাহীন আখতার, কিরঞ্জিত সিংহ,কালাচাঁদ সিংহ,মধু সিংহ প্রমুখ। তাদের দাবীগুলির মধ্যে রয়েছে বাগান স্টাফ এবং সাব স্টাফ নতুন করে নিয়োগ, বাগানে ভাউচার হিসাবে কাজ চালানো যাবে না, শ্রমিকদের রান্নার জ্বালানি সরবরাহ, গৃহ মেরামত, পানিও জলের সু ব্যবস্থা,গ্র্যাচুইটি প্রদান সহ একাধিক দাবীতে এদিন স্বারকলিপি দেওয়া হয় বাগান ম্যানেজারকে। বিজেপি নেতা শাহীন আখতার ও বরুণ সিংহ জানান, দেবীঝোড়া চা বাগানের শ্রমিকরা বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত, তাই আমরা শ্রমিকদের পাশে দাড়িয়েছি এবং স্মারকলিপি জমা দিয়েছি । এরপরেও যদি মালিক পক্ষ দাবী পূরণ না করেন, তাহলে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে নামবে।