দেশীয় পিস্তল ও ২টি কার্তুজ সহ সিতাইয়ে গ্রেফতার যুবকের জামিন না মঞ্জুর করল ACJM 2 আদালত
পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সিতাই পুলিশের হাতে সিতাই কেশরীবাড়ি এলাকায় মিঠুন মিয়া(২১) নামের এক যুবক গ্রেফতার হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি 7.62 mm দেশীয় পিস্তল এবং 2টি কার্তুজ। আজ রবিবার সেই যুবককে দিনহাটা আদালতে তোলা হলে দিনহাটা ACJM 2 আদালত তার জামিন না মঞ্জুর করে এবং পুলিশকে আবারও সেই যুবককে নিয়ে আগামী 8 এপ্রিল আদালতে তোলার নির্দেশ দেন।